Search
Close this search box.

১৪ কেজির পোয়া মাছ সাড়ে ১০ হাজারে বিক্রি

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় ইলিয়াস মাঝি নামের এক জেলের জালে ১৪ কেজি ওজনের একটি সোনালি পোয়া মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে কুয়াকাটা-সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অন্যান্য মাছের সঙ্গে তার জালে এ মাছটি ধরা পড়ে।

বুধবার (৬ নভেম্বর) সকালে কুয়াকাটার আরিয়ান ফিসে বিক্রির জন্য নিয়ে আসলে ডাকের মাধ্যমে ৭৫০ টাকা কেজি দরে সাড়ে ১০ হাজার টাকায় নিলামে আল-আমিন নামের এক মৎস্য ব্যবসায়ী মাছটি কিনে নেন।

ব্যবসায়ী কাদের পহলান জানান, এ মাছের সচরাচর দেখা মেলে না। এটি সোনালি পোয়া নামেও পরিচিত। এ মাছটি নিলামে সাড়ে ১০ হাজার টাকায় বিক্রি হয়।

মাছটি পাওয়া জেলে ইলিয়াস মাঝি কলাপাড়া উপজেলার গঙ্গামতি এলাকার বাসিন্দা। তিনি মূলত ছোট্ট ট্রলার নিয়ে লাক্কা কোড়াল মাছ শিকার করে থাকেন। তার কোড়ালের জালে মাছ পাওয়ার পর।

জেলে মো. ইলিয়াস মাঝি বলেন, অবরোধ নিষেধাজ্ঞা কাটিয়ে আমরা সমুদ্রে মাছ ধরতে গেলে লাক্কা মাছের পাশাপাশি এই মাছটি আমি পাই। এত বড় মাছ সচরাচর পাওয়া যায় না। মাছটি পেয়ে আমি খুবই খুশি।

মৎস্য ব্যবসায়ী মো. আল-আমিন বলেন, পোয়া মাছটি ভাল দামে বিক্রির জন্য ডাকের মাধ্যমে কিনেছি। আশা করি, এখানেই মাছটি বিক্রি হবে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, স্থানীয়ভাবে মাছটি লম্বু পোয়া বা সোনালি পোয়া নামে পরিচিত। এটি সাধারণত ৪ থেকে ৪০ কেজি পর্যন্ত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ