Search
Close this search box.

মুমিনুলের ‘এ’ দলেও জায়গা হলো না!

মুমিনুলের ‘এ’ দলেও জায়গা হলো না!

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় দলে শুধু টেস্টই খেলেন মুমিনুল হক। অধিনায়কও ছিলেন। কিন্তু ফর্মহীনতায় ভোগায় টেস্ট নেতৃত্ব ছেড়ে দেন। এরপর টেস্ট একাদশ থেকেও বাদ পড়েন। তখন বোঝা গিয়েছিল, মুমিনুলকে বিশ্রামে রাখা হয়েছে। এবার ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সিরিজেও রাখা হয়নি মুমিনুলকে। ‘এ’ দলেও তার জায়গা হয়নি।

বাংলাদেশ ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে রাখা হবে মুমিনুলকে বলেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেছিলেন, ‘অবশ্যই মুমিনুলকে সেখানে (ওয়েস্ট ইন্ডিজে এ দলের সফর) পাঠানোর চিন্তা থাকবে। সেটি ‘এ’ দলের সঙ্গে। মনে হচ্ছে, এটা তো ওর জন্য দারুণ সুযোগ হতে পারে।’

যেখানে ‘এ’ দলের সাথে থাকবেন মুমিনুল বলে বিসিবি সভাপতি জানিয়েছিলেন, এরপরও কেন নেই? এমন প্রশ্ন উঠছে। যতদুর জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়ার পর ফর্মহীনতায় ভোগা মুমিনুলকে ‘এ’ দলের সাথে পাঠালে যদি ব্যর্থ হন, তাহলে তা আরও খারাপ হতে পারে। তাই জাতীয় ক্রিকেট লীগ (এনসিএল) ও বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) খেলে মুমিনুল আবার ফর্মে ফিরুক, তা চাইছে বিসিবি। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসই যেমন বলেছেন, ‘আমার মনে হয় মুমিনুল যে অবস্থায় আছে তার জন্য সেরা প্লাটফর্ম হলো এনসিএল ও বিসিএল। সেখানে রান করলে আত্মবিশ্বাস ফিরে আসবে।’

মুমিনুল ‘এ’ দলে জায়গা না পেলেও প্রায় তিন বছর পর এই দলটির কোনো সিরিজে সৌম্য সরকার, সাব্বির রহমান রুম্মন, মোহাম্মদ মিঠুন, নাঈম শেখরা আছেন। ওয়েস্ট ইন্ডিজে দুটি চার দিনের এবং তিনটি একদিনের ম্যাচ খেলার জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে বিসিবি। ৩১ জুলাই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটাররা। যেখানে ৪ আগস্ট চারদিনের ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। চারদিনের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ১০ আগস্ট। এরপর ১৬, ১৮ ও ২০ আগস্ট ওয়ানডে ফরমেটে লড়বে দুই দল। সফরের সবগুলো ম্যাচই হবে সেইন্ট লুসিয়ায়।

চার দিনের ম্যাচের দলে সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, ফজলে রাব্বি, শাহাদাত দীপু, জাকের আলী অনিক, নাঈম হাসান, তানভির ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরি ও মোহাম্মদ এনামুল রয়েছেন। আর ওয়ানডে ম্যাচের দলে সৌম্য সরকার, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন, নাঈম শেখ, শাহাদাত দীপু, জাকের আলী অনিক, নাঈম হাসান, রাকিবুল হাসান, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরি ও সাব্বির রহমান আছেন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ