স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী তিন বছরের শুরু ও শেষের তারিখ চূড়ান্ত হয়ে গেছে। নবম আসর আগামীবছর ৫ জানুয়ারি শুরু হবে। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০২৪ সালে বিপিএলের দশম আসর অনুষ্ঠিত হবে। ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। ২০২৫ সালে বিপিএলের একাদশ আসর অনুষ্ঠিত হবে। ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়রি পর্যন্ত চলবে লিগ। নবম ও দশম আসর ৪৩দিন ও একাদশ আসর ৪৪দিনে খেলা হবে। ৭ টা দল খেলবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘তিন বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে। তিন বছরের জন্য যেহেতু দিব বলে সিদ্ধান্ত নিয়েছিল, তারিখটাও ফিক্সড করে দেওয়া হয়েছে। যেন ফ্র্যাঞ্চাইজিরা আগে থেকেই সব প্রস্তুতিগুলো নিতে পারে। তিনবছরের বিপিএলের তারিখটা আমরা আগে থেকেই জানিয়ে দিচ্ছি। যেন পরে সমস্যা না হয়। প্রতি লিগেই ৭ টা দল খেলবে ধরা হয়েছে।’