Search
Close this search box.

বন্ধুকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: বন্ধুকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিন বন্ধু নিহত হয়েছেন। গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস ও প্রাইভেটকার সংঘর্ষে তিন বন্ধু নিহত হন। মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি শনিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঘটে। নিহত দুইজনের বাড়ি টাঙ্গাইলের সখীপুরে ও একজনের বাড়ি মধুপুরে। ঢাকার হযরত শাহাজালাল আন্তজার্তিক বিমানবন্দরে বন্ধুকে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা। এ ঘটনায় প্রাইভেটকার চালক গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন, সখীপুর উপজেলার দেবল চালা গ্রামের আবদুস ছবুরের ছেলে নাছির উদ্দিন (২৩), আন্ধি গ্রামের সেকান্দর আলীর ছেলে জুয়েল রানা (৩২) ও আন্ধি জামে মসজিদের ইমাম জেলার মধুপুর উপজেলার সৈয়দ আলীর ছেলে মোছলেম উদ্দিন (৩০)।
পুলিশ জানায়, শনিবার রাতে বন্ধুকে বিমানবন্দরে নামিয়ে দিয়ে টাঙ্গাইলের সখীপুরে ফিরছিল তিন বন্ধু। পথিমধ্যে কালিয়াকৈরের বোর্ডঘর এলাকায় ইউটার্ন নেওয়ার সময় ঢাকাগামী আল বারাকা পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে নাছির নামের একজন ঘটনাস্থলেই মারা যান। পরে মোছলেম ও জুয়েলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

পুলিশ আরও জানায়, প্রাইভেটকার চালককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায়, বাস ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। তবে বাসটির চালক পলাতক রয়েছেন। হাইওয়ে থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, তিন জনের মরদেহ থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, বিদেশগামী মামুন মিয়া নামের এক বন্ধু পৌঁছে দিতে তারা ঢাকার বিমানবন্দরের উদ্দেশ্যে শনিবার সন্ধ্যায় রওনা দেন। রাত প্রায় ৪টার দিকে দুর্ঘটনার খবর পান। মর্মান্তিক এমন দুর্ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ