বিনোদন ডেস্ক ॥ কিশোর কুমারের নাম মনে আসলে অসংখ্য বাঙালি শ্রোতাদের হৃদয়ে যে গান বেজে ওঠে তা হলো-অমর শিল্পী তুমি কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম..টানা চার দশকেরও বেশি সময় ভারতীয় সংগীতের শ্রোতাদের মাতিয়ে রেখেছিলেন কিশোর কুমার। আজও তিনি বর্তমান। গতদিন ছিল এই মহান শিল্পীর ৯৩ তম জন্মদিন। প্রেমের গান হোক বা বিরহের গান কিংবা পার্টি সং সব গানেই কিশোর কুমার ছিলেন অনবদ্য। মৃত্যুর তিন দশক পরেও তিনি সমান জনপ্রিয়। শুধুমাত্র গান নয়, অভিনয়েও তার অবদান অস্বীকার্য। কিশোর কুমারের অভিনয়, গানের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও বারবার উঠে এসেছে আলোচনায়। রুমা গুহ ঠাকুরতা, মধুবালা, যোগিতা বালি, লীনা চন্দ্রভরকর- চারবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। বারবারই তার ব্যক্তিগত জীবন উঠে এসেছে খবরের শিরোনামে। এই মানুষটার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের সব সময় আকাশচুম্বী কৌতুহল। কিন্তু কবে তৈরি হবে এই বায়োপিক? পর্দায় কে হবেন কিশোর কুমার? তা জানতে আগ্রহী দর্শক।
কিশোর কুমারের বায়োপিক যে নির্মাণের পথে তা জানিয়েছেন তার পুত্র অমিত কুমার। কিন্তু কে, বা কারা সেই বায়োপিক নির্মাণ করবেন তা নিশ্চিত নয়। কিছুদিন আগেই অমিত কুমার জানান, তার বাবাকে তার পরিবারের থেকে ভালো কে চিনবে! তাই পারিবারিক উদ্যোগেই তৈরি হবে এই বায়োপিক। প্রথমে এই বায়োপিক তৈরি করার কথা ছিল নির্মাতা অনুরাগ বসুর। এতে কিশোর কুমারের চরিত্রে অভিনয় করার কথা ছিল রণবীর কাপুরের। এরপর শোন যায় সুজিত সরকারের নাম । তবে সত্যিকার অর্থে কে নির্মাণ করতে যাচ্ছে এই মহান শিল্পীর বায়োপিক চলচ্চিত্র তা এখন দেখার অপেক্ষা।