স্টাফ রিপোর্টার \ রাজধানীতে একটি রিকশার গ্যারেজে বিস্ফোরণে গ্যারেজের মালিকসহ সাতজন দগ্ধ হয়েছেন।এদের মধ্যে চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়া হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় উত্তরার কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- গ্যারেজের মালিক, মো. গাজী মাজহারুল ইসলাম (৪৮) , মোহাম্মদ মিজান (৩৫), মো. নূর হোসেন (৬০), মো. আলম মিয়া (২০) ।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আজাদ জানান, দুপুরের দিকে কামারপাড়া এলাকায় একটি ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সেখানে দুইটি ইউনিট পাঠানো হয়। কিছুক্ষণ পরেই আগুন নিভে যায়।
এদিকে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, কামারপাড়া রাজারবাড়ি এলাকায় একই ছাউনির নিচে রিকশার গ্যারেজ ও ভাঙারি দোকান রয়েছে। সেই দোকানে পরিত্যক্ত পারফিউমের কিছু বোতল কোনো কারণে আগুনের স্পর্শ পেয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৭ জন ছাড়াও আরও কয়েকজনের দগ্ধ হয়েছে বলে জানতে পেরেছি।
তুরাগ থানার ওসি মেহেদী হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঐ ভাঙারি দোকানে অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন দগ্ধ হয়েছে বলে জানতে পেরেছি। বিস্তারিত জানার চেষ্টা করছি।