স্পোর্টস রিপোর্টার : বার্মিংহামে হওয়া কমনওয়েলথ গেমস থেকে শূন্য হাতেই ফিরতে হচ্ছে বাংলাদেশ দলকে। একটি পদকও ভাগ্যে জুটেনি। ব্যর্থতা আর ব্যর্থতাই সঙ্গী হয়েছে। ২০১৮ সালের পর থেকে যে পদকহীন থেকেছে বাংলাদেশ, তা এবারও অব্যাহত থেকেছে।
১৯৯৮ সালের পর টানা পাঁচ আসর কমনওয়েলথ গেমসে পদক জিতেছে বাংলাদেশ। এবার ৫ আসর পর খালি হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশকে। অ্যাথলেটিক্স, সাঁতার, কুস্তি, ভারোত্তোলন, বক্সিং, জিমন্যাস্টিক; কোন বিভাগেই আশানুরুলপ কোন ফল নেই। শুধু হতাশা জুটেছে।
সেই ১৯৯০ সালে অকল্যান্ড কমনওয়েলথ গেমসে আতিকুর রহমান ও আব্দুস সাত্তার নিনি ১০ মিটার এয়ার পিস্তল দ্বৈত ইভেন্টের ফাইনালে অস্ট্রেলীয় জুটিকে হারিয়ে সোনা এনে দেন বাংলাদেশকে। প্রথম পদক পায় বাংলাদেশ। আতিক-নিনির প্রায় এক যুগ পর ২০০২ সালে ম্যানচেস্টার গেমসে ভারতের অভিনব বিন্দ্রাকে শুট অফে হারিয়ে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনার হাসি হাসেন আসিফ হোসেন খান। এরপর থেকে প্রতিটি আসরেই মিলেছে পদক। সব মিলিয়ে ১৯৯০ থেকে ২০১৮ পর্যন্ত ১৮ বছরে বাংলাদেশ জিতেছে মোট ৮টি পদক। এবার শূন্য হাত। পঞ্চাশ জনের বহর নিয়ে বার্মিংহামে যায় বাংলাদেশ দল। মুখে হাসি নিয়ে ফিরতে পারছেনা। শূন্য হাতে ফিরতে হচ্ছে।