Search
Close this search box.

ছাড়পত্র পেল ‘দামাল’

ছাড়পত্র পেল ‘দামাল’

সব্যসাচী দাশ ॥ ‘পোড়ামন’, ‘দহন’, ‘পরাণ’ এরপর আসছে ‘দামল’। এটি রায়হান রাফির চর্তুথ সিনেমা। সম্প্রতি মুক্তি পাওয়া ‘পরাণ’ ছবি নিয়ে দেশব্যাপী উন্মাদনা চলছে। এরমধ্যে একই পরিচালকে আরএক ছবি মুক্তির জন্য গতকাল সেন্সরবোর্ডের ছাড়পত্র পেয়েছে। কোনো কর্তন ছাড়াই ছবিটির ছাড়পত্রের জন্য সদস্যরা একমত হয়েছেন বলে জানা গেছে। গত মঙ্গলবার ছবির পরিচালক জানিয়েছেন আগামী অক্টোবরের শেষে মুক্তি দিতে চান ছবিটি। স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে ‘দামাল’এর কাহিনি। ফুটবল খেলে অর্জিত অর্থ মুক্তিযুদ্ধের জন্য ব্যয় করেছে। যেটি ইতিহাসের অংশ, যা অনেকের কাছে অজানা। সেই অজানা বিষয়গুলো উঠে আসবে ‘দামাল’-এ। এই ছবি প্রসঙ্গে পরিচালক জানান, ‘এটি আমার একটি ড্রিম প্রজেক্ট। মুক্তিযুদ্ধ নিয়ে আমার প্রথম কাজ। আমার মনে হয় মুক্তিযুদ্ধকে নিয়ে আগে এভাবে কাজ হয়নি। ‘পরাণ’-এর চাইতেও বড় চমক থাকবে এই ছবি।’

শিশু সাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প থেকে যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন রায়হান রাফি ও নাজিম উদ দৌলা। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’ এ অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরিফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ