স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে কত কান্ড ঘটে গেল। জুয়ার সঙ্গে সম্পৃক্ত সাইটের সঙ্গে যুক্ত হতেই আলোচনা-সমালোচনার শেষ নেই। এরপর হয়ত সাইট ছাড়বেন সাকিব, নয়তো ক্রিকেট ছাড়বেন; এমনই ঘোষনা আসে। সাকিব জুয়ার সাইটই ছেড়েছেন। ক্রিকেটের সঙ্গে থাকছেন। শুধু তাই নয়, টি-টোয়েন্টি দলের অধিনায়কও হয়ে গেছেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাকিবকে অধিনায়ক ঘোষনা করা হয়। এতকিছুর পর সাকিবই কেন? কারণ, সাকিব ভুল বুঝতে পেরেছেন। আর এ রকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোরও আশ্বাস দিয়েছেন।
বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসই তা জানিয়েছেন। বৈঠক শেষে জালাল ইউনুস জানান, ‘তিনি জানান, সাকিব স্বীকার করেছেন যে জুয়া কম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া তার ঠিক হয়নি। সাকিব তার ভুল বুঝতে পেরেছে। এটা নিয়ে অনেক আলাপ হয়েছে। সাকিব তার ভুল বুঝতে পেরেছে যে এটা করা তার উচিত হয়নি। সাকিব আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আগে বোর্ড মিটিংয়েই আমাদের একটা চিন্তা-ভাবনা ছিল যে সাকিবকে অধিনায়ক করা হবে। আমরা সেটাতেই অটল থাকার সিদ্ধান্ত নিয়েছি ।’
জালাল ইউনুস আরও বলেন, ‘যেহেতু সাকিব প্রেসিডেন্টের সামনে এবং আমাদের বলেছে যে, ভুল করে ওটাকে অনলাইন (নিউজ পোর্টাল) মনে করে এন্ডোর্সমেন্ট করেছিল। কাজটা ঠিক হয়নি। তাকে বুঝিয়ে বলার পর সে কিন্তু সরে এসেছে। তার কাছে মনে হয়েছে যে হয়তো তাকে মিসগাইড করা হয়েছে। এসব নিয়েও আলোচনা হয়েছে। যেহেতু আমাদের অনুমতি ছাড়া চুক্তি করেছে, এ ব্যাপারে পরবর্তী বোর্ড সভায় আলোচনা করা হবে।’
সঙ্গে যোগ করেন, ‘এখানে আমাদের যুক্তি তো আছে। সে আমাদের সেরা ক্রিকেটার, আমরা তাকে ‘ওউন করি।’ সে দেশের বাইরের কেউ না। সে যখন বলেছে যে ভুল করেছে, আমরা তা মেনে নিয়েছি। পরবর্তীতে যেন পুনরাবৃত্তি না করে, সেটা তাকে বলা হয়েছে এবং সে তা মেনে নিয়েছে। সে আশ্বাস দিয়েছে আমাদের বোর্ড প্রেসিডেন্টের সামনে, তাই আমরা মেনে নিয়েছি। এমন কিছু হলে আসলে কম্প্রোমাইজ করা উচিত নয়। শৃঙ্খলা বা কোড অব কন্ডাক্ট ভঙ্গ করলে কম্প্রোমাইজ করা উচিত নয়। কিন্তু দলের স্বার্থে… দেখা যাক, যেহেতু সে আর করবে না এবং সে যেহেতু বলেছে এবার আমরা মেনে নিয়েছি। আশা করছি, পরবর্তীতে এমন কিছু আর হবে না।’