Search
Close this search box.

সাংবাদিক জাহিদুজ্জামান ফারুকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক জাহিদুজ্জামান ফারুকের প্রথম মৃত্যুবার্ষিকী কাল

স্টাফ রিপোর্টার : জাপান ন্যাশনাল নিউজ এজেন্সির (কিয়ডো) সাবেক বাংলাদেশ প্রতিনিধি, জ্যৈষ্ঠ সাংবাদিক জাহিদুজ্জামান ফারুকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। দৈনিক পথে প্রান্তরের এডভাইজর এডিটর মুহম্মদ শফিকুর রহমান এমপি এক বিবৃতিতে জাহিদুজ্জামান ফারুকের মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফেরাত কামনা করেন। পরিবারের প্রতি সহমর্মিতা জানান। জাহিদুজ্জামান ফারুক ছিলেন দৈনিক পথে প্রান্তরের এডভাইজর এডিটরের ঘনিষ্ঠ বন্ধু।

জাহিদুজ্জামান ফারুক গতবছর এই দিনে ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর রাজধানীর ইস্কাটনে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক জাহিদুজ্জামান ফারুকের মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন। আলাদা শোকবার্তায় তারা প্রয়াত জাহিদুজ্জমান ফারুকের রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছিলেন। মৃত্যুকালে জাহিদুজ্জামান ফারুকের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জাহিদুজ্জামান ফারুক জাতীয় প্রেস ক্লাবের সাবেক ব্যবস্থাপনা কমিটির সদস্য ও অর্থনীতি বিষয়ক প্রতিবেদক সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামেরও (ইআরএফ) সদস্য ছিলেন। তার সাংবাদিকতা জীবনের দীর্ঘ সময় কেটেছে ইত্তেফাক পত্রিকায়। পরে দৈনিক অর্থনীতি পত্রিকার সম্পাদক হন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ