আন্তর্জাতিক ডেস্ক: গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করায় বেঞ্জামিন নেতানিয়াহু আয়ারল্যান্ডে এলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস।
তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক আদালতকে সমর্থন এবং তাদের পরোয়ানার প্রয়োগ করি। হ্যাঁ, অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে।’
গাজায় মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ সংঘটনের দায়ে বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। বলা হয় ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের ওপর হামলার ঘটনায় নেতানিয়াহু এবং গ্যালান্ত দায়ী। অপরাধ সংঘটনের পেছনে ক্রীড়ানক হিসেবে তাদের দু’জনের ভূমিকা রয়েছে।