Search
Close this search box.

তুমি জনগণমননন্দিত নেত্রী

তুমি জনগণমননন্দিত নেত্রী

মুহাম্মদ সামাদ

[জানি, কবিরা সব সময় স্বপ্নদ্রষ্টা হয় না, তাও আবার আমার মতো সামান্য এক বাঙালি কবির স্বপ্ন! তবু, ২০০৪ সালের ২১শে আগস্টের নারকীয় গ্রেনেড হামলা ও হত্যাযজ্ঞের প্রতিক্রিয়ায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে যাওয়া বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিয়ে যে কবিতা/গানটি আমি রচনা করেছিলাম, সেই কবিতার স্বপ্ন আজ সত্যের দিকে মাথা তুলেছে দেখে আমি আনন্দিত, আমি অভিভূত! তাই, সেই কবিতা/গানটি দিয়েই ভয়াবহ ২১শে আগস্টকে আমি স্মরণ করতে চাই।]

প্রিয় নেত্রী শেখ হাসিনা- জননেত্রী হাসিনা
তুমি জনগণমননন্দিত নেত্রী এই সোনার বাংলার
ভয় নাই বোন, ভয় নাই মা- তোমার ভয় নাই
তোমার জীবন বাঁচাতে আমরা তৈরি রেখেছি প্রাণ
আমরা আছি লক্ষ কোটি মুজিবের সন্তান।

জেগেছে ছাত্র জেগেছে জনতা
জেগেছে কৃষক-শ্রমিক
বিক্ষোভে আর বিদ্রোহে আজ উত্তাল চারিদিক
তোমার নামেই গর্জে ওঠে
ভাইয়ের খুনে
বোনের সম্ভ্রমে
মায়ের কান্নায়
পিতার রক্তে
রাঙানো লাল বাংলাদেশ …বাংলাদেশ
তুমি আজ তাই আলো হাতে আঁধারের যাত্রী।

জীবন দিয়ে রক্ত দিয়ে
রুখেছি গুলি বন্দুক বোমা
এইবার হবে খুনিদের দিন শেষ … খুনিদের দিন শেষ
তোমার ডাকে তোমার সাথে বাঙালির পথ চলা
তোমার ডাকেই মুক্ত হবে মৃত্যুপুরী এই ক্ষুব্ধ বন্দিশালা
আকাশে বাতাসে দিকে দিকে শুনি
তোমার জয়ধ্বনি …তোমার জয়ধ্বনি
তুমি জনগণমননন্দিত নেত্রী এই সোনার বাংলার।

প্রিয় নেত্রী শেখ হাসিনা- জননেত্রী হাসিনা
তুমি জনগণমননন্দিত নেত্রী এই সোনার বাংলার
ভয় নাই বোন, ভয় নাই মা- তোমার কোনো ভয় নাই
তোমার জীবন বাঁচাতে আমরা তৈরি রেখেছি প্রাণ
আমরা আছি লক্ষ কোটি মুজিবের সন্তান।।

লেখক- প্রো- ভিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ