Search
Close this search box.

ফজলে রাব্বী মিয়ার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ছিল অতুলনীয়: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার \ সদ্য প্রয়াত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে জাতীয় সংসদে আনীত শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাতবার নির্বাচিত সংসদ সদস্য মো. ফজলে রাব্বী মিয়া ছিলেন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা ছিল অতুলনীয়। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

রবিবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া সংসদ অধিবেশনে শোক প্রস্তাবের উপর আরো আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, শাহাজান খান, কামরুল ইসলাম আ স ম ফিরোজ, মাহবুব আরা গিনি ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন এবং বিরোধী দল জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদের, মশিউর রহমান রাঙ্গা, আনিসুল ইমলাম মাহমুদ ও কাজী ফিরোজ রশিদ।

আলোচনায় অংশ নিয়ে শেখ হাসিনা বলেন, ‘তিনি আমাদের ছাত্রলীগ, যুবলীগ করেছেন, আওয়ামী লীগ করেছেন। এরপর জাতীয় পার্টিতে গিয়েছিলেন। পুনরায় তিনি আওয়ামী লীগের ফিরে আসেন। ঘরের ছেলে ঘরে ফিরে আসার পর আমরা তাকে সম্মান জানাই। পরে তাকে ডেপুটি স্পিকারের মর্যাদা দিয়েছিলাম। দল পরিবর্তনের পরেও একটা এলাকা থেকে বার বার জিতে আসা এটা মানুষের কাছে তার গ্রহণযোগ্যতারই প্রমাণ হয়। তিনি যে এলাকায় বারবার নির্বাচিত হয়েছেন সেই এলাকাটা অবহেলিত ও মঙ্গা কবলিত ছিল। আমরা যখন ৯৬ সালে ক্ষমতায় আসি তখন সেখানে যাতে পরিস্থিতির উন্নয়ন হয় সেজন্য আমরা কাজ করেছি। তিনি পিছিয়ে পড়া ওই এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে গেছেন। ‘

সংসদ নেতা বলেন, ‘তিনি যখন আমার কাছে আসতেন নিজের এলাকা নিয়ে কথা বলতেন। ওই এলাকার আরো উন্নয়ন দরকার, সে বিষয়ে তিনি কথা বলতেন। আসলে তিনি মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন। তার মৃত্যু সকলের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে । ‘

তিনি আরো বলেন, ‘তিনি যখন আমেরিকা চিকিৎসার জন্য গেলেন, প্রতিদিন আমি তার স্বাস্থ্য বুলেটিন পেতাম। তার সঙ্গে যারা নিয়োজিত ছিলেন তারা আমাকে সব সময় তার স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর জানাতেন। কিন্তু একের পর এক খারাপ খবর আসতে থাকে। তার মৃত্যুতে আমরা একজন দক্ষ পার্লামেন্টারিয়ানকে হারালাম। ভালো আইনজীবীকে হারালাম। আমরা একের পর এক সংসদ সদস্যকে হারাচ্ছি। এটা একটা খুব দুঃখজনক । ‘

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ