Search
Close this search box.

নিজের গাড়ি বহরেই দুর্ঘটনার কবলে জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক-  ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রাজধানী কিয়েভে এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন । বুধবার তার ব্যক্তিগত গাড়ি এবং তাকে নিরাপত্তা দেওয়া গাড়ি বহরের সঙ্গে সংঘর্ষ ঘটে। তবে তার শারীরিক কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বিবৃতিতে জানান, দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে জেলেনস্কিকে অ্যাম্বুলেন্সে করে সরিয়ে নেওয়া হয়। চিকিৎসক প্রেসিডেন্টকে পরীক্ষা করে দেখেছেন, গুরুতর আহত হননি প্রেসিডেন্ট। তবে গাড়ির সংঘর্ষের ঘটনার পেছনে ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে গোয়েন্দারা।

তার আগে বুধবার ইউক্রেনের খারকিভের উত্তর-পূর্ব অঞ্চল ইজিউম পরিদর্শন করেন তিনি। সম্প্রতি রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করে ইজিউম পুনরুদ্ধার করেছে ইউক্রেনীয় যোদ্ধারা। সূত্র- সিএনএন ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অঙ্গীকার করেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে জয়ের পথে নেতৃত্ব দেবেন তিনি।

বুধবার রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা ইজিউম সফরে তিনি এই অঙ্গীকারের কথা জানান। বর্তমান রণক্ষেত্র থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে এই শহরের অবস্থান। এমন পরিস্থিতিতে বুধবার জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়ার দখল থেকে ইউক্রেনের প্রায় ছয় হাজার বর্গ কিলোমিটার অঞ্চল এরই মধ্যে মুক্ত করেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ