Search
Close this search box.
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব

জ্যোতিদের মিশন শুরু আজ

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব মিশন শুরু আজ

মিথুন আশরাফ – নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বাছাইপর্ব খেলতে হবে। সেই বাছাইপর্ব আজ শুরু হচ্ছে। প্রথমদিন আয়ারল্যান্ডের বিপক্ষে লড়াই করবে নিগার সুলতানা জ্যোতির দল। ম্যাচটি আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯ টায় শুরু হবে। এরআগে লতা মন্ডলের ৫ উইকেট শিকারে প্রস্তুতি ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে জিতেছে বাংলাদেশ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। যেখানে বাকি তিন দল হলো আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। আজ বাছাই পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দল মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। টাইগ্রেসদের দ্বিতীয় ম্যাচ পরের দিন, সোমবার স্কটল্যান্ডের বিপক্ষে। এরপর ২১ সেপ্টেম্বর শেষ ম্যাচে যুক্তরাষ্ট্র নারী দলের মুখোমুখি হবেন নিগার সুলতানারা।

দুটি গ্রুপে ভাগ হয়ে বাছাই পর্বে অংশ নিচ্ছে মোট ৮ দল। সেখান থেকে শীর্ষ দুই দল খেলবে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে উইমেনস টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১০ দলের এ টুর্নামেন্টের আয়োজক দক্ষিণ আফ্রিকা। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল সরাসরি খেলার সুযোগ পেয়েছে। সেই দলগুলো হচ্ছে – স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। বাছাইপর্ব থেকে বাংলাদেশের ‘এ’ গ্রুপ থেকে একটি দল ও ‘বি’ গ্রুপ (স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও জিম্বাবুয়ে) বিশ^কাপের মূল পর্বে খেলবে। দুই গ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুটি দল খেলবে মুল পর্বে।

এরআগে প্রস্তুতি ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশ। ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ১২৪ রান করে। সোবহানা মোসতারি ৩৯, মুরশিদা খাতুন ৩২, নিগার সুলতানা ২৫, রিতু মনি অপরাজিত ১৩ রান করেন। জবাব দিতে গিয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭০ রান করে সংযুক্ত আরব আমিরাত। ওপেনার তিরথা সাতিশ ১৯, ইশা ওঝা ১৫, কাভিশা ১১ রান করেন। ৩ ওভারে ৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন লতা।

অভিজ্ঞ পেসার জাহানারা আলম ও ব্যাটসম্যান ফারজানা হককে ছাড়াই বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশকে। অনুশীলনে আঙুলের চোটে জাহানারা এবং করোনা পজিটিভ হওয়ায় ফারজানা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, অনুশীলনের সময় ডান হাতে চোট পান জাহানারা। দুটি সেলাই লেগেছে তার। জাহানারার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে বাঁহাতি পেসার ফারিহা ইসলামকে। ফারজানার ব্যাপারে বিসিবি জানায়, টুর্নামেন্টের মেডিকেল বিধি অনুযায়ী তার চিকিৎসা চলছে। ফারজানার বদলে দলে ডাকা হয়েছে সোহেলি আক্তারকে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ