Search
Close this search box.

ভারতের কাছেও হারল বাংলাদেশ

ভারতের কাছেও হারল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার – পাকিস্তানের কাছে হারের পর ভারতের কাছেও হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ভারতের কাছে ৫৯ রানে হারে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করে ভারত। ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৫৯ রান করে। ওপেনার শেফালি ভার্মা ৫৫ রান করেন। অধিনায়ক স্মৃতি মানদানা ৪৭ ও জেমিমা রদ্রিগুয়েস অপরাজিত ৩৫ রান করেন। রুমানা আহমেদ ৩ উইকেট শিকার করেন।  ওপেনিংয়ে শেফালি ও মানদানা মিলেই ৯৬ রানের জুটি গড়ে ফেলেন। সেখানেই আসলে জয়ের ভীত গড়ে ফেলে ভারত।

জবাব দিতে নেমে ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১০০ রান করে বাংলাদেশ। নিগার সুলতানা ৩৬ ও ফারজানা হক ৩০ রান করেন। মুরশিদা খাতুন ২১ রান করেন। বল হাতে শেফালি ও দিপ্তি শর্মা ২ উইকেট করে নেন। বাংলাদেশের ওপেনিংয়েও ফারজানা ও মুরশিদা মিলে ৪৫ রানের জুটি গড়েন। তবে ভারতের দুই ওপেনারের মতো বড় জুটি গড়তে না পারাতেই পার্থক্য ধরা দেয়। হারেও বাংলাদেশ।

এই ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে যায় ভারত। ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার উপরে ওঠে ভারত। এই ম্যাচ হারে বাংলাদেশ ৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকে। নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারানোর পর পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারে। এরপর মালয়েশিয়াকে ৮৮ রানের হারানোর পর ভারতের কাছে এসে হারে। বাংলাদেশ এ টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন। কিন্তু এবার সময় ভালো যাচ্ছে না।

যদিও এখনও সেমিফাইনালে খেলার সুযোগ শেষ হয়ে যায়নি। ৭ দলের টুর্নামেন্টে চার দল খেলবে সেমিফাইনাল। বাংলাদেশের সুযোগ এখনও ভালোভাবেই আছে। আর সেমিফাইনালে খেললে নকআউট পর্বে ভালো খেললেই হয়ে যায়। তবে শক্তিশালী দুই দলের কাছেই লীগ পর্বের খেলায় হারল বাংলাদেশ। পাকিস্তানের পর ভারতের কাছেও হারল।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ