Search
Close this search box.

সাফ জয়ী নারী ফুটবলারদের ১ কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী

সাফ জয়ী নারী ফুটবলারদের ১ কোটি টাকা পুরস্কার দেবে সেনাবাহিনী

স্পোর্টস রিপোর্টার – সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপের অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল সুখবর পাচ্ছে। আরেকটি সুখবর মিলল। এবার তাদের সংবর্ধনা দেবে বাংলাদেশ সেনাবাহিনী। সেইসঙ্গে দেওয়া হবে এক কোটি টাকা পুরস্কার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্র জানায়, আগামী ২৭ সেপ্টেম্বর বিজয়ী দলকে সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হবে। শিরোপা জয় করে দেশে ফেরার পর রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে সাবিনাদের। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে তাদের নেওয়া হয় বাফুফে ভবনে। পুরো পথেই জনতার শুভেচ্ছা-ভালোবাসায় স্নাত হয় বিজয়ী মেয়েরা। এর মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিবি। এর বাইরে বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী ৫০ লাখ এবং সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া মানিক আরও ৫০ লাখ টাকা পুরস্কার দিচ্ছেন।

গত ১৯ সেপ্টেম্বর নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ। ওই ম্যাচে দু’টি গোল করেন কৃষ্ণা রাণী সরকার এবং অপর গোলটি করেছেন শামসুন্নাহার। সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে পুরস্কারে ভাসছেন নারী ফুটবলাররা। এবার বাংলাদেশ সেনাবাহিনীও ১ কোটি টাকা পুরস্কার দেবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ