স্পোর্টস রিপোর্টার – টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দল আগেই ফাইনালে উঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে নেয়। এবার ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়।
আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটিতে টস জিতে বাংলাদেশ আগে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২০ রান করে বাংলাদেশ। ব্যাট হাতে ফারজানা হক ৬১ রান করেন। রুমানা আহমেদ ২১ রান করেন। বল হাতে লরা ডেলানি ৩ উইকেট নেন। জবাব দিতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৩ রান করে আয়ারল্যান্ড। ব্যাট হাতে কেলি অপরাজিত ২৮ রান করেন। বল হাতে ৩ উইকেট নেন রুমানা।
এর সেমিফাইনালে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আর ফাইনালে খেলা নিশ্চিত হতেই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাও নিশ্চিত করে নেন নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল।
এরআগেও গ্রুপ পর্বে আয়ারল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে শুরুতেই আয়ারল্যান্ডকে ১৪ রানে হারিয়ে দেয়। এরপর স্কটল্যান্ডকে ৬ উইকেটে ও যুক্তরাষ্ট্রকে ৫৫ রানে হারিয়ে টানা তিন জয় পায়। সেমিফাইনালে খেলা নিশ্চিত করে। অপরাজিত থেকে থাইল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলতে নামে। জিতে ফাইনালে ওঠে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলাও নিশ্চিত হয়।
দক্ষিণ আফ্রিকায় আগামী বছর ফেব্রুয়ারিতে ৯ থেকে ২৩ ফেব্রুয়ারি হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ আগে থেকেই সরাসরি বিশ্বকাপে খেলা নিশ্চিত করে নেয়। বাকি থাকে দুটি দল। বাছাইপর্বের ফাইনালে খেলা দুই দল বিশ্বকাপ খেলা নিশ্চিত করল। বাংলাদেশ ও আয়ারল্যান্ড ১০ দলের বিশ্বকাপ খেলবে।