স্টাফ রির্পোটার- গাজীপুর থেকে মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামি মোঃ হযরত আলী গ্রেফতার করেছে র্যাব-৩। গ্রেফতার এড়াতে সে ১০ বছর যাবৎ পলাতক জীবন যাপন করে আসছিল।
র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার মিডিয়া এএসপি ফারজানা হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গেফতারকৃত আসামীর নামে গত ২০১২ সালে রমনা থানায় মাদক মামলা হয়। মামলার পর থেকে সে দীর্ঘ ১০ বছর যাবৎ গাজীপুরসহ বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে। পরবর্তীতে ২০১৯ সালে তার নামে গ্রেফতারী ওয়ারেন্ট হয়।
অবশেষে র্যাবের সাড়াঁশি অভিযানে সে গ্রেফতার হলো। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে র্যাব- ৩ এর অপর একটি অভিযানে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মাদক মামলায় পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ রাজিব গ্রেফতার হয়েছে।
সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মাদক মামলার আসামী মোঃ রাজিব (২৫ গ্রেফতার করে র্যাব-৩। তার নামে শাহবাগ থানায় মাদক মামলা হয়। মামলার পর থেকে বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রকৃয়াধীন।