স্টাফ রিপোর্টার: রাষ্ট্রায়ত্ত ৯টি চিনিকল শিগগিরই উৎপাদন শুরু করতে যাচ্ছে। সোমবার (১১ নভেম্বর) শিল্প মন্ত্রণালয় এক গেজেট প্রকাশের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গুড়, আখ, চিনি বা চিনিজাত দ্রব্য (উৎপাদন ও স্থানান্তর ) নিয়ন্ত্রণ আদেশ, ২০০৬ এর অনুচ্ছেদ ৫ এ প্রদত্ত ক্ষমতাবলে আখ এলাকায় অবস্থিত ৯টি চিনিকল আখ মাড়াই ও চিনি উৎপাদন শুরু করবে।
এর মধ্যে, ১৫ নভেম্বর নাটোরের নর্থ বেঙ্গল চিনিকল লিমিটেড, ২৯ নভেম্বর রাজশাহী চিনিকল লিমিটেড ও নাটোর চিনিকল লিমিটেড এবং ৬ ডিসেম্বর জামালপুরের জিল বাংলা চিনিকল লিমিটেড, ১৩ ডিসেম্বর ঠাকুরগাঁও চিনিকল লিমিটেড, ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল লিমিটেড ও ফরিদপুর চিনিকল লিমিটেড এবং ২০ ডিসেম্বর চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড ও জয়পুরহাট চিনিকল লিমিটেড উৎপাদনে যাবে।