Search
Close this search box.

সাকিবকে নিয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ

টানা তিন হারে বিদায় সাকিবরা

মিথুন আশরাফ – ত্রিদেশিয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে খেলেননি বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। ভ্রমন ক্লান্তির দখল কাটিয়ে উঠতে পারেননি। তাই খেলা হয়নি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন সাকিব। আগামীকাল বেলা ১২ টায় ক্রাইস্টচার্চের হাগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে পারলে সিরিজে প্রথম জয়ের দেখা পাবে বাংলাদেশ। নয়ত টানা দ্বিতীয় হার হবে। এরআগে পাকিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২১ রানে হারে বাংলাদেশ। ম্যাচটিতে নেতৃত্ব দেন সহ অধিনায়ক নুরুল হাসান সোহান।

সাকিব নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে একাদশ থেকে বাদ পড়বেন কে? সেই আলোচনাই চলছে। হয়ত স্পিনার নাসুম আহমেদ, নয়ত একজন পেসারের মধ্যে হাসান মাহমুদকে একাদশ থেকে ছেটে ফেলা হতে পারে।
এ সিরিজটি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক সিরিজ। তিন দল প্রস্তুতি ভালোভাবে সেরে নিতে চায়। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার পর ১২ অক্টোবর আবার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। পরেরদিনই পাকিস্তানের বিপক্ষে আবার লড়াই করবে।

তিন দলের সিরিজে পয়েন্ট তালিকায় সেরা দুই দল খেলবে ফাইনাল। ১৪ অক্টোবর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই সিরিজের মোট সাতটি ম্যাচের সবগুলোই হবে ক্রাইস্টচার্চের হাগলি ওভালে। প্রত্যেক দলই একে অপরের বিপক্ষে খেলবে দুটি করে ম্যাচ।

এই সিরিজ শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করবে বাংলাদেশ। ১৭ অক্টোবর আফগানিস্তান ও ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের আসল লড়াই শুরু হবে। ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করবে বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ