Search
Close this search box.

মোবাইল ছিনিয়ে নিতেই সায়মনকে ছুরিকাঘাতে হত্যা

রাকিব হাসান- বাসায় ফেরার পথে রাজধানীর মিরপুরে সায়মন ও রাব্বি নামের দুই বন্ধু ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তখন বলেন, সায়মন নাকি তাদের বড় ভাইকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন। ছবি মিলিয়ে দেখার কথা বলে রিকশায় করে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় নিয়ে যায় দুই বন্ধুকে।

এসময় ছিনতাইকারীরা সায়মনকে একটু দূরে নিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় এবং তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা সায়মনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এর ২৪ ঘন্টা না পেরুতেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃরা হলেন- মো. ইউসুফ (২১) ও ইকবাল (২০)। এসময় তাদের কাছ থেকে নগদ ১১শ টাকা ও একটি সুইচ গিয়ার জব্দ করে।

শুক্রবার মিরপুর উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিরপুর বিভাগের ডিসি মো. জসীম উদ্দীন মোল্লা।

ঘটনার বিবরণে তিনি জানান, দুই মাস আগে বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে গার্মেন্টসে চাকরির খোঁজে ঢাকায় আসেন সায়মন। চাচার সহায়তায় মিরপুরের একটি গার্মেন্টসে পোশাক শ্রমিকের কাজ করতেন। প্রথম মাসের বেতনের টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে খাওয়া-দাওয়া করতে সনি সিনেমা হল এলাকায় এসেছিলেন। সায়মনের সঙ্গে ছিলেন বন্ধু রাব্বি ও হৃদয়। বেতনের ১০ হাজার টাকার মধ্যে দুই হাজার টাকা খরচ করেছিলেন। কিনেছিলেন একটি প্যান্টও।

মিরপুর বিভাগের ডিসি জসীম উদ্দীন মোল্লা আরও বলেন, ঘটনার পরদিন বুধবার ভুক্তভোগীর বাবা শাহজাহান শেখ রাজধানীর দারুস সালাম থানায় হত্যা মামলা করেন। এরপর পুলিশ তদন্ত শুরু করে। বৃহস্পতিবার মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুজনকে গ্রেফতার করা হয়। অনান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ