Search
Close this search box.

বিশ্বকাপে এবার ভালো করেছি – শান্ত

বিশ্বকাপে এবার ভালো করেছি - শান্ত

স্পোর্টস রিপোর্টার – প্রথমবারের মতো কোন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ধাপ বা পর্ব পেরিয়ে দ্বিতীয় ধাপে দুটি ম্যাচ জিততে পেরেছে বাংলাদেশ। অনেক ভালো করেছে। তবে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে জয়টি প্রত্যাশিতই ছিল। কিন্তু এবার তারচেয়েও ভালো কিছু হয়েছে। ভারত ও পাকিস্তানের বিপক্ষেও জয়ের আশা দেখিয়েছে। আম্পায়ার সমর্থন না থাকলে হয়ত বাংলাদেশ জিততেও পারত। তাতে করে প্রথমবারের মতো সেমিফাইনালেও খেলতে পারত। আর তাই তো ওপেনার নাজমুল হোসেন শান্ত অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ মিশন শেষ করে দেশে ফিরে বলেছেন, বিশ্বকাপে এবার ভালো করেছি।

সোমবার রাতে দেশে ফিরে শান্ত বলেন, ‘আমরা রেজাল্ট অনুযায়ী আগের বিশ্বকাপগুলো থেকে ভালো করেছি। তার থেকে বড় কথা, আমরা দল হিসেবে পারফর্ম করেছি। যেই ম্যাচে ভালো করেছি, সবাই একসাথে ভালো করেছি। যেই ম্যাচে খারাপ করেছি, সবাই ব্যর্থ হয়েছি।’

দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেটাররা। দীর্ঘ ১৬ ঘণ্টার ভ্রমণ শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন নাজমুল হোসেন শান্ত। বলেন, এই বিশ্বকাপই বাংলাদেশের সেরা বিশ্বকাপ।

দল সেমিফাইনালে যেতে না পারায় হতাশ কিনা, এমন প্রশ্নের জবাবে শান্তর সরল স্বীকারোক্তি, বললেন তিনি হতাশ নন। কারণ হিসেবে বললেন, ‘আমাদের লক্ষ্যও ছিল না সেমিফাইনাল। আমার মনে হয় না কেউ এই চিন্তা করেছিল যে, আমাদের সেমিফাইনালে যাবার এমন সুযোগ তৈরী হবে। আমাদের লক্ষ্য ছিল আমরা কতটা ভালো ক্রিকেট খেলতে পারি।’

বাংলাদেশ দল আধুনিক ক্রিকেটে মানিয়ে নিতে পারছে কিনা, এমন প্রশ্নও ছিল শান্তর সম্মুখে। প্রশ্ন ছিল আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস কিংবা বিশ্ব ক্রিকেট যেখানে এগিয়ে যাচ্ছে, সেখানে আমরা একই জায়গায় থেকে যাওয়ায় পিছিয়ে যাচ্ছি কিনা? যার উত্তরে শান্ত বলেন, ‘আমরা পরিকল্পনা করছি তা থেকে কিভাবে বের হয়ে আসা যায়।’

নিজের পারফরম্যান্স ও নিজেকে নিয়ে হওয়া সমালোচনার ইস্যুতে শান্ত বলেন, ‘আমাকে নিয়ে কি কথা হয়েছে সেদিকে কোনো ফোকাসই দিইনি, খেলায় আর প্র্যাক্টিসে ফোকাস দিয়েছিলাম।’
শান্ত জানান, ‘আমরা চিন্তা করেছি যে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। খুব ভালো একটা সুযোগ ছিল। ওটা আমরা নিতে পারিনি। কিন্তু এই আত্মবিশ্বাসটা, আমরা সামনে যখন বিশ্বকাপ খেলব, ওই বিশ্বাসটা থাকবে যে এ রকম পরিস্থিতিতে কীভাবে আরও ভালো করতে পারি।’

পরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। শান্ত জানান, ‘এ বিশ্বকাপে আমাদের আরও ভালো করার বড় সুযোগ ছিল। এটাই মাথায় থাকবে যে সামনের বিশ্বকাপে এর থেকে ভালো আমরা করতে পারি এবং আমাদের হাতে আরও দুই বছর আছে। দুই বছর আমরা সেভাবেই নিজেদের প্রস্তুত করব এবং যদি ওভাবে অনুশীলন করি, সামনের বিশ্বকাপে আরও ভালো ফল করা সম্ভব।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ