স্পোর্টস রিপোর্টার – বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক, অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক ও ওপেনার তামিম ইকবালের দ্বন্দ্ব নিয়ে অনেক দিন থেকেই আলোচনা চলছে। সাকিব ও তামিমের মধ্যে দ্বন্দ্ব যে আছে, তা প্রকাশ্যে এনেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু তামিম বলছেন, সবকিছু স্বাভাবিক আছে। তার মানে সাকিব ও তামিমের সঙ্গে কোন দ্বন্দ্ব নেই। তাই বোঝাতে চেয়েছে ওয়ানডে অধিনায়ক।
বুধবার থেকে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ শুরু হচ্ছে। প্রথমে তিন ম্যাচের ওয়ানডে (১, ৩ ও ৬ মার্চ) এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি (৯, ১২ ও ১৪ মার্চ) সিরিজ অনুষ্ঠিত হবে। এরআগে সংবাদ সম্মেলনে এসে তামিম জানিয়ে দিলেন, সাকিবের সঙ্গে তার কোন দ্বন্দ্ব নেই।
রবিবার তামিম জানালেন, সাকিবের সঙ্গে তার কোনো ধরনের ঝামেলা নেই। ড্রেসিংরুমের পরিবেশও ভালো আছে। ড্রেসিংরুমের পরিবেশ ভালো না থাকলে বাংলাদেশ দল সাফল্য পেত না বলে মনে করেন তিনি। তামিম বলেন, ‘দলের আবহাওয়া খুব ভালো। অনেকদিন ধরেই। রেজাল্টও তো দেখছেন। শেষ পাঁচ বছর ধরে ওয়ানডেতে ভালো ছিলাম। যখন ড্রেসিংরুম ভালো থাকে, তখনই এমন ফল আসে। সবকিছুই স্বাভাবিক আছে।’
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকবাজকে জানিয়েছেন, ‘এটা স্বাস্থ্যকর ড্রেসিংরুম না, এটা আপনাকে নিশ্চিত করে বলতে পারি। এই জিনিসটা (সাকিব-তামিমের মধ্যে ফাটল) এমন না যে আমি মেটানোর চেষ্টা করিনি। আমি তাদের দুজনের সঙ্গেই কথা বলেছি, এবং বুঝতে পেরেছি এই মুহূর্তে এটা সহজে সমাধান করার মতো বিষয় না। এটা হচ্ছে আমার পর্যবেক্ষণ। আমরা দুজনকেই একটা বার্তা দিয়েছি, “আমরা জানি না তোমাদের মধ্যে কি আছে। কিন্তু কোন খেলা বা সিরিজের সময় এই সমস্যা যেন প্রকাশ্য না হয়।” তারা দুজনেই এটা নিশ্চিত করেছে খেলার সময় এটা হবে না।’
সাকিব-তামিম বিরোধ ছাড়াও দলের ভেতর একাধিক গ্রুপের অস্বস্তি খোঁজ পাওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে বড় সমস্যা হচ্ছে গ্রুপিং, এটা বাস্তবতা। আমার অন্য কোন কিছু নিয়ে সমস্যা নাই। আমি এই গ্রুপিং নিয়ে খুব উদ্বিগ্ন। মাত্র কদিন আগে আমি এটা জানতে পেরেছি। আমরা ভালো আগামী চাইতে হলে এটার শেষ দেখতে চাই। সবাইকে বুঝতে হবে গ্রুপিং করার জায়গা এখানে নাই।’
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে বোর্ড সভাপতি একটি সাক্ষাতকার দেন। স্বাক্ষাতকারেই বোর্ড সভাপতির এমন কথা সামনে আসে। তাতে করে সাকিব-তামিমের সম্পর্কে যে কেমন তীক্ততা আছে, তা ভালোভাবেই ধরা পড়েছে। দলে যে গ্রুপিং সমস্যাও আছে, তাও বোঝা যাচ্ছে। কিন্তু সংবাদ সম্মেলনে এসে তামিম জানিয়ে দেন, সবকিছু স্বাভাবিক আছে।