Search
Close this search box.

যাত্রাবাড়ী থেকে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী তিনজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার- রাজধানীর যাত্রাবাড়ী থেকে ডিবি পুলিশের ভুয়া পরিচয়দানকারী তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক এনায়েত কবির শোয়েব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর গোয়েন্দা দল জানতে পারে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র বেশ কিছুদিন ধরে বিত্তশালী বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। সেই সংবাদের ভিত্তিতে নজরদারি জোরদার করে র‌্যাব।

সোমবার রাতে র‌্যাবের একটি দল রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় অভিযান চালিয়ে ডিবি পরিচয় দানকারী তিন প্রতারককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল, মোঃ তরিকুল ইসলাম (৪৮), মোঃ মতিউল ইসলাম (৪০) ও হাবিবুল্লাহ (৩৮)।

গ্রেফতারকৃতদের কাছ থেকে দুইটি খেলনা পিস্তল, দুইটি ভুয়া ডিবি পুলিশের জ্যাকেট, দুইটি ওয়াকিটকি, দুই জোড়া হ্যান্ডক্যাপ, একটি চোরাই মোটরসাইকেল, একটি ক্যামেরা, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, পাঁচটি ভুয়া সাংবাদিক আইডি কার্ড, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা ওই প্রতারক চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ