Search
Close this search box.

আইরিশদের বিপক্ষে টেস্ট শেষেই আইপিএল খেলতে যাবেন সাকিব-লিটন

আইরিশদের বিপক্ষে টেস্ট শেষেই আইপিএল খেলতে যাবেন সাকিব-লিটন

স্পোর্টস রিপোর্টার – ইনডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) শুরু হয়ে গেছে। বাংলাদেশ থেকে অলরাউন্ডার সাকিব আল হাসান ও ব্যাটার লিটন কুমার দাস কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আছেন। আর পেসার মুস্তাফিজুর রহমান আছেন দিল্লি ক্যাপিটালসে। মুস্তাফিজ আইপিএল খেলতে ভারতে চলে গেলেও সাকিব ও লিটন এখনও যাননি। তারা আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচটি শেষ হলেই আইপিএল খেলতে যাবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন যা বলেছেন, তাতে বোঝা যাচ্ছে সাকিব ও লিটন টেস্ট খেলেই যাবেন। আর যদি টেস্ট খেলে যান, তাহলে ৯ এপ্রিলের আগে কেকেআরের ২টি ম্যাচ হয়ে যাবে। এই দুটি ম্যাচ খেলতে পারবেন না সাকিব ও লিটন। ৪ এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলতে নামবেন সাকিব ও লিটন।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে দেশ ছাড়বেন সাকিব। গত কয়েকদিন ধরে এমন খবর শোনা গেলেও, বিসিবি সভাপতি তার বক্তব্যে সব ভুল প্রমাণ করলেন।

সাকিবের আইপিএল ইস্যুতে পাপন বলেন, ‘গণমাধ্যমে তো কতো কথাই শুনি। এমনও শুনেছি যে সাকিবকে নিয়ে এনওসি দিয়ে দেওয়া হয়েছে। মানে আশ্চর্য কথা। আমরা জানি না এটাই হলো সমস্যা। আমরা তো কিছু জানাইনি। আপনারা যদি এনওসি দিয়ে থাকেন, তাহলে দিতে পারেন। তবে আমরা দেইনি।’

সাকিব-লিটন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে কি না এই বিষয়ে পাপন জানান, ‘আমি না খেলার কোনো কারণ দেখি না। মানে ওরা তো চোট আক্রান্ত নয়। কাজেই খেলবে না কেন। মানে একটা কারণ তো থাকতে হয়, না খেলার পেছনে। আমি এভাবে দেখি আর কি।’

আইপিএলে সুযোগ পাওয়া তিন বাংলাদেশি ক্রিকেটারকে নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে পাপন বলেন, ‘খেলাবে কি না তাই তো জানি না। আপনি যদি আমাকে নিশ্চিত করতে পারেন যে খেলাবে, তাহলে হয়তো আমি একটা প্রত্যাশার কথা বলতে পারি। আর যদি না খেলায় তাহলে কি প্রত্যাশার কথা বলব। আগে দেখি খেলায় কি না।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ