Search
Close this search box.

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরীর অপরাধে লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার- ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাজীপুর মহানগরীর পূবাইল থানাীন মাজুখান এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরী করার অপরাধে ১ টি প্রতিষ্ঠান’কে ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। সোমবার র‌্যাব-১ এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত  হয়।

র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার সকালে র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গাজীপুরের পূবাইল থানাধীন মাজুখান এলাকায় সেমাই তৈরী করার প্রতিষ্ঠান ‘রোজ টেক ফুড এন্ড বেভারেজ লিঃ’ এ ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।

এ সময় র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ এবং বিএসটিআই অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত কর্তৃক অবৈধ ভাবে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই, বিস্কুট ইত্যাদি তৈরী, সি এম লাইসেন্স বিহীন, নিবন্ধন সনদ বিহীন পণ্যের মোরকজাত, বৈধ ভেরিফিকেশন সনদ বিহীন ওজন স্কেল এবং বিএসটিআই অ-অনুমোদিত ব্যতীত অপরাধে ভ্রাম্যমান আদালত ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এবং বিএসটিআই আইন ২০১৮ মোতাবেক “রোজ টেক ফুড এন্ড বেভারেজ লিমিটেড” এর স্বত্বাধিকারী মোছাঃ বর্ষা (৩৫), জিএমপি, গাজীপুর’কে ১,০০,০০০/- টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারী কোষাগারে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ