স্টাফ রিপোর্টার- ঈদের টানা পাঁচদিনের ছুটি শেষে সরকারি অফিস, আদালত, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান খুলেছে আজ।
ছুটি শেষ হওয়ায় রবিবার (২৩ এপ্রিল) থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন এসব প্রতিষ্ঠানে কর্মরতরা। সোমবার সকালেও ট্রেন, বাস, লঞ্চযোগে ঢাকায় ফিরতে দেখা গেছে অনেককে। আবার মহাসড়কে চলাচলের অনুমতি থাকায় অনেকে মোটরসাইকেল নিয়েও ফিরছেন।
সোমবার (২৪ এপ্রিল) ভোর থেকেই কমলাপুর রেলস্টেশনে ঢাকামুখী মানুষের ভিড় দেখা যায়। দেশের নানা প্রান্ত থেকে ঈদ উদযাপন শেষে তারা ফিরছেন কর্মস্থলে। কেউ পরিবার নিয়ে ফিরছেন, কেউ আবার অফিসের তাড়া থাকায় পরিবার রেখে এসেছেন একাই।
কমলাপুর স্টেশনে কথা হয় একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা নিশাতের সঙ্গে। তিনি বলেন, ‘এবছর বাড়তি ছুটি নেওয়া হয়নি, আগামী ঈদে ছুটি নেওয়ার ইচ্ছে আছে। আজ অফিস শুরু, এজন্য চলে আসতে হলো।
নাফিস আহমেদ নামে আরেক যাত্রী বলেন, ‘পরিবার নিয়ে ঈদের আগে গ্রামের বাড়ি কুষ্টিয়ায় গিয়েছিলাম। আজ থেকে অফিস শুরু হওয়ায় একাই এসেছি, সঙ্গে রান্না করা তরকারি নিয়ে এসেছি। স্ত্রী-সন্তান আরও কয়েকদিন পর আসবে, তাড়া থাকায় তাদের নিয়ে আসিনি।’
এদিকে এখনও ঢাকা ছাড়ছেন অনেকে। এজন্য কাউন্টারে আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং ও কমিউটার ট্রেনের টিকিট কাটতে যাত্রীদের ভিড় দেখা গেছে।
সেখানে কথা হয় তাজুল ইসলাম নামে একজনের সঙ্গে। পেশায় মাংস বিক্রেতা। আজ যাচ্ছেন গ্রামের বাড়ি জামালপুর। তাজুল ইসলাম বলেন, ‘ঈদের আগে গ্রামে যাওয়া হয়নি, পরিবার ঢাকায় থাকে। গ্রামে ভাই-বোন আছে, আজ যাচ্ছি তোদের সঙ্গে দেখা করতে। গ্রামে কয়েকটা দিন থাকার ইচ্ছে আছে।
এবার শবে কদরের ছুটির পর ঈদের ছুটি শুরু হওয়ার আগে গত ২০ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খোলা ছিল। ঈদুল ফিতরের ছুটির সঙ্গে ওইদিন (২০ এপ্রিল) বাড়তি একদিন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। মূলত দূর-দূরান্তে থাকা প্রিয়জনদের সঙ্গে যারা ঈদ উদযাপন করতে যাবেন তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে একদিন বাড়তি ছুটির মাধ্যমে টানা পাঁচদিনের ছুটির ব্যবস্থা করে সরকার।
এদিকে থেকে রমজানের আগের সময়সূচি অনুযায়ী অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস। তফসিলি ব্যাংকের অফিস সময় আগের নিয়মে চলবে। অর্থাৎ লেনদেন হবে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। তবে অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, বাকি সময়ে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালিত হবে।