Search
Close this search box.
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ

মিরপুরে টেস্ট, চট্টগ্রামে ওয়ানডে, সিলেটে টি-টোয়েন্টি

মিরপুরে টেস্ট, চট্টগ্রামে ওয়ানডে, সিলেটে টি-টোয়েন্টি

স্পোর্টস রিপোর্টার – আয়ারল্যান্ডের বিপক্ষে সফল একটি সিরিজ শেষ হয়েছে। সামনে বিরতি। এরপর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে। ম্যাচ সংখ্যা আরও বেশি ছিল। কিন্তু ব্যস্ত সূচীর কারণে একটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি কমেছে। সূচী ঘোষনা করা হয়েছে।

আগামী ১০ জুন বাংলাদেশে সিরিজ খেলতে আসবে আফগানিস্তান। এরপর ১৪ জুন থেকে শুরু একমাত্র টেস্ট ম্যাচ। টেস্ট শেষ হওয়ার পরপরই বাংলাদেশকে অপেক্ষায় রেখে রশিদ খানের দল সিরিজ খেলতে ভারতে উড়াল দেবে। ১৯ জুন তাদের বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে। দেশ দুটির সিরিজ শেষ হলে, ১ জুলাই তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আফগানিস্তান দ্বিতীয় দফায় বাংলাদেশের বিমান ধরবে।

সিরিজের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ৫, ৮ ও ১১ জুলাই। তিনটি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচে দু’দল মুখোমুখি হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ