বিনোদন ডেস্ক: রাজধানীর একটি শপিংমলে শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরস্থিতির মুখে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। আর তোপের মুখে একপর্যায়ে ঘটনাস্থল থেকে দ্রুত চলে যান এ অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, শোরুম অনুষ্ঠানে থাকা নিরাপত্তা কর্মী, আয়োজক ও দর্শকদের মাঝে হট্টগোল চলছে। একপর্যায়ে উপস্থিত দর্শকরা আয়োজক ও পরীমণিকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
জানা গেছে, শনিবার (১৬ নভেম্বর) যমুনা ফিউচার পার্কে একটি শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন পরীমণি ও অভিনেতা ডি এ তায়েব। এ সময় তাকে দেখতে ভিড় জমান অনেক মানুষ। ভিড়ের জন্য শোরুম উদ্বোধনের সময় কাউকে ভেতরে ঢুকতে দেননি দোকান মালিকরা। আর এই বিষয়কে কেন্দ্র করেই শুরু হয় বিশৃঙ্খলা।
ছোট জায়গায় সাধারণ দর্শকদের চাপ থাকার কারণেই মূলত ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি তাদের। এ জন্য স্টেজের সামনে দর্শকদের জড়ো হতে বাধা প্রদান করেন নিরাপত্তাকর্মীরা। তারপর শুরু হয় হট্টগোল।
পরিস্থিতির অবনতি হলে উপস্থিত দর্শকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এ সময় চিত্রনায়িকা পরীমণিকে বলতে শোনা যায়, আপনারা যে এই স্লোগান দিচ্ছেন, তা কিন্তু আমার ওপরও পড়ছে।
তিনি আরও বলেন, আমার সঙ্গে কখনো এমনটা হয়নি। আপনারা প্লিজ শান্ত হন। আপনাদের সবার সহযোগিতার জন্যই আজ আমি এখানে। আপনাদের জন্যই এখানে এসেছি আমি। প্লিজ নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বন্ধ করুন। প্লিজ কারো প্রতি ক্ষোভ, অভিমানে বিশৃঙ্খলা করবেন না। দর্শকরা এরপরও ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়া শুরু করলেও স্টেজ থেকে দ্রুত চলে যান পরীমণি।