Search
Close this search box.

আরপিও সংশোধনে নির্বাচন কমিশনের ক্ষমতা কমেনি-ইসি

স্টাফ রিপোর্টার- আরপিও সংশোধনে নির্বাচন কমিশনের ক্ষমতা কমেনি বরং বেড়েছে বলে মনে করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি বলেন, নির্বাচন চলাকালীন সময়ে ভোট স্থগিত বা বাতিলের ক্ষমতা আগের মতই আছে ইসির। রোববার সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, আরপিও ৯১ এর “এ” ধারায় কোনো সংশোধনী চায়নি ইসি। নির্বাচন চলাকালীন কোনো অনিয়ম হলে ভোট বন্ধের ক্ষমতা এ ধারায় রয়েছে। নতুন করে, ফলাফলের পরও কোনো অনিয়মের প্রমাণ পেলে ভোট বন্ধের ক্ষমতা চেয়েছিলো ইসি। সেখানে পুরো ভোটের পরিবর্তে এক বা একাধিক কেন্দ্র বন্ধের ক্ষমতা দেয়া হচ্ছে।

তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশে মন্ত্রীপরিষদ সম্ভবত পুরো আসন বা নির্বাচনী এলাকা বাদ দিয়ে শুধুমাত্র কেন্দ্র বাতিল করার সুযোগ রেখেছে।

তবে ইসির প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন হলে অনিয়ম বন্ধে আরও কঠোর হওযার সুযোগ থাকতো বলে মত তার।

তিনি আরও বলেন, গাইবান্ধার মতো পুরো আসনের ভোট বন্ধ করার সুযোগ এখনো আছে। ৯১এ এর ক্ষমতাবলে গাইবান্ধার ভোট বন্ধ করা হয়েছিলো। ইসির চাহিদা অনুযায়ী সব না পেলেও কিছুটা হয়েছে, সেক্ষেত্রে ইসির ক্ষমতা বেড়েছে। ইসি যা চেয়েছে তা পেলে অপরাধীরা সতর্ক হতো।

রাশেদা সুলতানা বলেন, পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে কোনরকম পক্ষপাতিত্বের সুযোগ নেই। অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। আমরা চাই অবাধ সুষ্ঠু নির্বাচন।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ