Search
Close this search box.

১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আনসারবাড়িয়ায় তেলবাহী ট্রেনের ট্যাঙ্কার লাইনচ্যুতের ১১ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টা থেকে রেল চলাচল শুরু হয়।

এর আগে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে পৌনে ১ টার দিকে জীবননগর উপজেলার উথলী রেলস্টেশন পার হয়ে আনসারবাড়িয়া রেল স্টেশনের অদূরে তেলবাহী ট্রেনের আটটি ট্যাঙ্কার লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

জানা যায়, বুধবার সকাল সাড়ে ৭টা দিকে খুলনা ও ঈশ্বরদী থেকে দুটি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। এরপর বেলা সাড়ে ১১ টায় উদ্ধার শেষ হয়। পরে ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস ১২ টা ১০ মিনিটে আনসারবাড়িয়া স্টেশন হয়ে খুলনার উদ্দেশ্য ছেড়ে যায়।

রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৩ দিনের মধ্যে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিবে। এরপর কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ