আন্তর্জাতিক ডেস্ক – সর্বোচ্চ ঋণ সীমা নিয়ে বিপদজনক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। ব্লুমবার্গ বিলিনিয়ার ইনডেক্সে তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্র সরকারের কাছে থাকা নগদ অর্থের চেয়ে বেশি পরিমাণ অর্থ আছে ৩১ জন্য ধনকুবেরের কাছে। এ তালিকায় থাকা ধণীদের মধ্যে ফ্যাশন মোগল বার্নার্ড আর্নল্টের সম্পদের মূল্য ১৯ হাজার ৩০০ কোটি ডলার, টেসলার মালিক ইলন মাস্কের ১৮ হাজার ৫০০ কোটি ডলার, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের সম্পদের মূল্য ১৪ হাজার ৪০০ কোটি ডলার।
এ তালিকায় আরও আছেন ডেল টেকনোলজির প্রধান নির্বাহী মাইকেল ডেল, বিনিয়োগকারী ওয়ারেন বাফেট ও ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
এদিকে ঋণের সীমা বাড়ানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনে এবং স্পিকার কেভিন ম্যাকার্থি নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করলেও এখনো তা কংগ্রেসে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ফলে কংগ্রেসে অনুমোদনের আগে নিশ্চিন্ত হতে পারছে না দেশটির ট্রেজারি বিভাগ।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের (ফেড) তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুতে ট্রেজারি বিভাগের কাছে নগদ অর্থ ছিল ২০ হাজার কোটি ডলার। তবে গত ২৫ মে শেষ হওয়া হিসাব অনুযায়ী, তাদের কাছে নগদ অর্থ রয়েছে ৩ হাজার ৮৮০ কোটি ডলার। যা সর্বনিম্ন স্তর ৩ হাজার কোটি ডলারের কাছাকাছি। সূত্র: সিএনএন