চাকরি স্থায়ীকরণের দাবি ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রাজধানীর এফডিসি সংলগ্ন রেললাইন অবরোধ করে রেখেছে রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এর ফলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
রোববার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর এফডিসি সংলগ্ন রেললাইন অবরোধ করেন অস্থায়ী শ্রমিকরা। এ ঘটনায় কারওয়ান বাজারে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস এক্সপ্রেস আটকা পড়েছে। শ্রমিকদের অবরোধের পর ঢাকা থেকে কোনো ট্রেন ছেড়ে যাচ্ছে না বা কমলাপুরেও কোনো ট্রেন আসছে না।
আন্দোলনরত শ্রমিকরা জানান, বিজ্ঞাপন দিয়ে সারাদেশে প্রায় সাড়ে সাত হাজার অস্থায়ী শ্রমিক নিয়োগ দেওয়া হয়। ৩ থেকে ৪ বছরের মধ্যে তাদের চাকরি স্থায়ীকরণের চুক্তি হলেও রেল কর্তৃপক্ষ তা করেনি। অথচ তারা ইতোমধ্যে ১২ থেকে ১৪ বছর ধরে রেলে চাকরি করছেন। এখন তাদের বাদ দিয়ে ঠিকাদার প্রতিষ্ঠান দিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন করে কর্মচারী নিয়োগের ঘোষণা দেওয়ায় ক্ষুব্ধ হয়েছেন তারা। এর ফলে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরা সরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন।
কমলাপুর রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক মাসুদ সারোয়ার বলেন, ‘অস্থায়ী শ্রমিকদের আন্দোলনের কারণে সকাল সাড়ে ১০টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আমাদের সিনিয়র কর্মকর্তারা সেখানে গেছেন। আশা করছি খুব দ্রুত ট্রেন চলাচল শুরু হবে।’