Search
Close this search box.

রাজধানীতে দুই বাসের মাঝে চাপা পরে হেলপারের মৃত্যু

দুই বাসের মাঝে চাপায় পড়ে একটি বাসের হেলপার নিহত হয়েছেন। তার নাম জিসান মিয়া (১৮)।

রোববার (৫ আগস্ট) সকাল আটটার দিকে রাজধানীর মিরপুর এক নম্বর বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মহসিন মিয়া। তিনি জানান, সকালে প্রজাপতি পরিবহন ও পরিস্থান পরিবহনের দুটি বাস প্রতিযোগিতা করতে যায়। এ সময় দুই যানের চাপায় পড়ে জিসান নিহত হন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

জিসান কোনো বাসের চালকের সহকারী ছিলেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এছাড়া তার বিস্তারিত পরিচয়ও জানা যায়নি।

এসআই মহসিন বলেন, দুর্ঘটনার পর বাস দুটিকে জব্দ করা হয়েছে। চালকদের আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ