Search
Close this search box.

রাজধানীজুড়ে ঝুম বৃষ্টি

আজ দুপুরের পরে রাজধানীর বিভিন্ন জায়গায় ঝুম বৃষ্টি হয়েছে। দিনভর তীব্র গরমে ঝুম বৃষ্টি স্বস্তি ফিরে আসে নগরীতে। গতকাল বুধবার (৯ আগস্ট) ঠিক একই সময়ে রাজধানীতে বৃষ্টি হয়। বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪ টার দিকে রাজধানীর ফার্মগেট, পান্থপথ, বাড্ডা, রামপুরা, মগবাজার, হাতিরঝিল, মুগদা, খিলগাঁও, বাসাবো, গুলশান বারিধারাসহ বেশ কিছু এলাকায় এ বৃষ্টি হতে দেখা যায়।

বিকেল ৫ টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত অনেক জায়গায় বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির সাথে ছিল কিছুটা ঝোড়ো হাওয়া। অনেক এলাকায় দেখা গেছে বিজলির চমক, মেঘের হাঁকডাক। নগরজুরে ঝড়-বৃষ্টিতে ভোগান্তিতে পড়ে অফিস শেষে ঘরে ফেরা মানুষ। ঝড়-বৃষ্টি শুরু হলে মানুষজন ছুটাছুটি করে যে যেখানে পাড়ছে আশ্রয় দিচ্ছে। অনেককে বিভিন্ন শোরুম, শপিংমল ও দোকানের সামনে আশ্রয় নিতে দেখা গেছে।

এর আগে সকালে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

এই আবহাওয়াবিদ জানান, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় টেকনাফে সর্বোচ্চ ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুতুবদিয়া ও বান্দরবানে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকায় ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ