আমাদের দৈনন্দিন জীবনে সব থেকে বেশি ব্যবহৃত অঙ্গ আমাদের হাত। সারাদিনে আমরা অনেক রকমের কাজ করে থাকি। এর ফলে সবচেয়ে বেশি ও দ্রুত প্রভাব পড়ে আমাদের নখে। অনেক সময় নখ ভেঙে যায়, হলদে ভাব চলে আসে। আমরা সবাই চাই আমাদের নখগুলো সুন্দর থাকুক। তাহলে চলুন, জেনে নেই সারাদিন কাজ করেও কিভাবে নখের সৌন্দর্য ধরে রাখা যায়।
পদ্ধতিসমূহ
১. লেবুর সাহায্যে নখ পরিস্কার করা : একটুকরো লেবু নিয়ে ভালোভাবে নখ গুলো ঘষে পরিস্কার করতে হবে।
২. নখে ময়েশ্চারাইজার ব্যবহার করা : নখে ময়েশ্চারাইজার ব্যবহার করলে নখ সুন্দর হয়। নারকেল তেল ময়েশ্চারাইজার হিসাবে ব্যবহার করা যায়।
৩. নখে ভ্যাসলিনের ব্যবহার : নখে ভ্যাসলিন লাগিয়ে সারা রাত রেখে দিলে নখ সুন্দর ও মজবুত হয়।
একদিন পরপর যদি এই কৌশলগুলো ব্যবহার করা যায়, তবে নখ সব সময় আকর্ষণীয় ও মজবুত হয়।