Search
Close this search box.

ফিলিস্তিনে হতাহতের ঘটনায় এক দিনের শোক পালন করবে বাংলাদেশ

ফিলিস্তিনের গাজায় হাসপাতালে ইসরায়েলের হামলায় নিহতদের স্মরণে একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। শ‌নিবার শোক‌ দিবসে অর্ধন‌র্মিত থাকবে বাংলাদেশের জাতীয় পতাকা।

বৃহস্প‌তিবার (১৯ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

এছাড়া শুক্রবার জুমার নামাজের পর গাজায় হতাহতদের জন্য দোয়ার আহ্বান জা‌নিয়েছেন প্রধানমন্ত্রী। ম‌ন্দির, গির্জা ও অন্যান্য উপসানালয়ে গাজাবাসীর জন্য দেশবাসীর কাছে প্রার্থনা করার অনুরোধ জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েল হাসপাতালে হামলা করে নারী, শিশু ও অসুস্থ মানুষকে হত্যা করেছে, এর তীব্র নিন্দা জানাই। এ হামলা বন্ধ করতে হবে। ফিলি‌স্তি‌নিদের জ‌মি ফেরত দিতে হবে।

বিএন‌পির প্রতি ই‌ঙ্গিত করে তি‌নি বলেন, ফিলিস্তিনিদের ওপর হামলার নিন্দা জানাতেও ভয় পায় বিএনপি। কারণ তাদের প্রভুরা আবার যদি রাগ করে। সেই দল নাকি আবার সরকার পরিবর্তন করবে।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ