Search
Close this search box.

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক স্থগিত করলো বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে। প্রতিবছর দুইবার বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠক হয়ে থাকে। এবারের বৈঠকটি আগামী ১৮ থেকে ২২ নভেম্বর পর্যন্ত ভারতের রাজধানী নয়াদিল্লিতে হওয়ার কথা ছিল।

কিন্তু বাংলাদেশের পরিকল্পনা পরিবর্তনের কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে বলে একটি সূত্রের বরাতে জানিয়েছে বার্তাসংস্থা পিটিআই।

ভারতের সূত্রটি বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছে- বাংলাদেশের পক্ষ থেকে বৈঠক স্থগিতের তথ্য জানানো হয়েছে এবং ইঙ্গিত দেয়া হয়েছে বৈঠকটির জন্য দ্রুতই নতুন আরেকটি সময় ঠিক করা হবে।

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর দুই দেশের বাহিনী প্রধানের মধ্যে এটি প্রথম বৈঠক হতো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ