Search
Close this search box.

বিএনপির ডাকে জনগণ কোনোভাবেই সাড়া দিচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী 

বিএনপির ডাকে জনগণ কোনোভাবেই সাড়া দিচ্ছি না। আবার মানুষ হত্যা করবে। আবার অগ্নি সন্ত্রাস করবে। কিংবা আবার অচল করে দিবে। এসব হুমকি ধুমকি এদেশের মানুষ পছন্দ করে না। তারা যদি আবার অগ্নিসন্ত্রাস করতে চায় তাহলে এদেশে মানুষই জবাব দেবে।

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে শনিবার (২১ অক্টোবর) দুপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এসময় তিনি আরও বলেন, পূজা মণ্ডপের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি ৬ লক্ষ আনসার নিয়োগ দেওয়া হয়েছে। সমস্ত পুজো মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছি। বিরোধী শক্তিরা চায় কিছু করতে কিন্তু সরকার তা কঠোর হাতে দমন করবে।

বারডেম হাসপাতালের ছাত্রলীগ নেতাকে নির্যাতনের ঘটনায় এডিসি হারুনসহ ৪ পুলিশ কর্মকর্তাকে দোষী করে তদন্ত প্রতিবেদন দেওয়ার ঘটনায় তিনি বলেন কেউ আইনের ঊর্ধ্বে না। এমনকি আমিও আইনের উর্ধ্বে নয়।

এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার তারেক বিন রশিদ প্রমুখ।

পরে তিনি রায়পুর উপজেলা শ্রী শ্রী রাধা মদন মহল জিউর মন্দির পরিদর্শন করবেন। বিকেলে উপজেলার মার্সেন্ট একাডেমিতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ