Search
Close this search box.

অস্ট্রেলিয়ায় ব্যাগ টানার কারণ ব্যাখ্যা করলেন আফ্রিদি

অস্ট্রেলিয়া সফরে গিয়ে বেশ বিপাকেই পড়তে হলো পাকিস্তান দলকে। পাকিস্তানের এই সফরে রয়েছে তিনটি টেস্ট ম্যাচ। তবে শুক্রবার অস্ট্রেলিয়ার বিমানবন্দরে নেমে নিজেদের ব্যাগ-লাগেজ নিজেদেরই তুলতে হলো ভ্যানে। ওই মুহূর্তের ছবি-ভিডিও এরইমধ্যে ভাইরাল, সেসব দেখে সমালোচনা করছেন দেশটির সমর্থকরা।

সেই ঘটনার দুইদিন পর মুখ খুলেছেন দলের পেসার শাহীন আফ্রিদি। তিনি বলেন, “পরের বিমান ধরার আগে মাত্র ৩০ মিনিট সময় ছিল। তাই দ্রুত করার জন্য একে অপরকে সাহায্য করেছিলাম। এই দলে যারা আছে সবাই মিলে একটা পরিবার, তাই পরিবারের একজন সদস্যের মতোই বাকিদের সাহায্য করেছি।”ওই ভিডিওতে দেখা বিমানবন্দরের এক কর্মীর সঙ্গে দলের সিনিয়র ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানকে জিনিসপত্র ট্রাকে তুলতে। একইভাবে দেখা গেছে সদ্য নিযুক্ত অধিনায়ক শান মাসুদকেও। এই কাজ করতে তাদের বেশ ভুগতে হতেও দেখা গেছে।

উল্লেখ্য, বিমানবন্দরে সফরকারী দল পৌঁছালে সাধারণত সেখানকার কর্মীরাই ব্যাগ-লাগেজ তুলে দেন বাসে কিংবা ট্রাকে। পুরোটাই দেখভাল করেন দলের ম্যানেজার এবং স্থানীয় ম্যানেজার। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে শুক্রবার সেটা দেখা যায়নি।এ সময় অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়ার কোনো প্রতিনিধিদের দেখা যায়নি পাকিস্তান দলকে স্বাগত জানানোর জন্য।

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ