হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ‘সিআইডি’র অভিনেতা দীনেশ ফাদনিস। ভারতীয় গোয়েন্দা ভিত্তিক টিভি সিরিজের এই অভিনেতা সোমবার দিবাগত রাত ১২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৭ বছর।
সূত্রের খবর, মুম্বাইয়ের হাসপাতালে ‘লিভার ফেলিওর’-এর জেরে তার মৃত্যু হয়।
ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অসুস্থ হয়ে পড়ায় মুম্বাইয়ের তুঙ্গা হাসপাতালে ভর্তি করা হয় দীনেশকে। সেখানে তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল। আজ মঙ্গলবার তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
বলে রাখা ভালো, ১৯৯৭ সালে টেলিভিশনে প্রচার শুরু হয় সিআইডির। ১৯৯৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত এ সিরিয়ালের ইন্সপেক্টর ফ্রেডরিক্স বা ফ্রেডি চরিত্রে অভিনয় করেন দীনেশ ফাদনিস। এই অভিনেতার করা চরিত্রটি দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলে। নব্বই দশক থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতীয় টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শোগুলোর একটি সিআইডি।