Search
Close this search box.

নতুন মাদক ‘জি-মরফিন’ উদ্ধার করলো র‍্যাব

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নতুন মাদক ‘জি-মরফিন’ উদ্ধার করেছে র‍্যাব-১৫। এ সময় পাচারের অভিযোগে একজনকে আটকের দাবি করেছে র‍্যাব।

বুধবার (২৪ জানুয়ারি) রাতে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তির নাম রবিউল হাসান (২১)।

র‌্যাব-১৫ এর গণমাধ্যম কর্মকর্তা মো. আবু সালাম চৌধুরী বলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় কতিপয় মাদক ক্রয়—বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ একটি দল অভিযান চালায়।

এ সময় অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় একজনকে আটক করা হয় এবং আরও একজন কৌশলে পালিয়ে যায় বলে জানান আবু সালাম।

পরে আটক রবিউল হাসানের দেহ এবং পলাতক ব্যক্তির ঘর তল্লাশি করে ৫২৪টি খয়েরি রংয়ের কাঁচের এম্পুল উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাবের এ কর্মকর্তা বলেন, তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত এবং সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য জি-মরফিন অভিনব পন্থায় সংগ্রহ করে নিজেদের হেফাজতে রেখে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে বিক্রয় করে থাকে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ