বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক বাহিনীর দ্বারা ‘নির্বিচার’ বিমান হামলার নিন্দা করেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৯ সদস্য। সোমবার (৫ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে তারা এই আহ্বান জানান। একইসঙ্গে প্রেসিডেন্ট ইউ উইন মিন্ত ও স্টেট কাউন্সিলর অং সান সুচিসহ সব রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়ার কথাও বলা হয়েছে বিবৃতিতে।
বিবৃতিতে স্বাক্ষর করে নিরাপত্তা পরিষদের তিন স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স এবং অস্থায়ী সদস্য জাপান, দক্ষিণ কোরিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, ইকুয়েডর ও মাল্টা। আর স্বাক্ষর করা থেকে বিরত ছিল দুই স্থায়ী সদস্য চীন ও রাশিয়াসহ ৭ সদস্যরাষ্ট্র।
বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা মিয়ানমারের বেসামরিক লোকজনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির তীব্র নিন্দা জানাচ্ছি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২ হাজার ৬৬৯ ধারা অনুযায়ী, মিয়ানমারের সরকারকে বেসামরিকদের ওপর হামলা-গোলাবর্ষণ, গ্রেফতার ও বন্দি করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সেই সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ত এবং স্টেট কাউন্সিলর অং সান সুচিসহ সব রাজনৈতিক মুক্তির অবিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি।’জাতিসংঘে নিযুক্ত মিয়ানমারের দূত ইউ কিয়াও মোয়ে তুন নিরাপত্তা পরিষদের এই বিবৃতিকে স্বাগত জানিয়ে পৃথক এক বিবৃতিতে বলেছেন, মিয়ানমারের সাধারণ জনগণের পক্ষ থেকে এই বিবৃতির জন্য নিরাপত্তা পরিষদকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।সূত্র: ওয়াশিংটন পোস্ট