Search
Close this search box.

বেতন-বোনাস ২৫ রমজানের মধ্যে পরিশোধের দাবি

আগামী ২৫ রমজানের মধ্যে বকেয়া বেতন ও ঈদের বোনাস পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিকরা। শুক্রবার (১৫ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ঢাকা পোশাক প্রস্ততকারী শ্রমিক সংঘ’ আয়োজিত সমাবেশে বক্তারা এ দাবি জানান।

শ্রমিক নেতারা বলেন, পবিত্র রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিক পরিবারগুলো দিশেহারা। তারা সারাদিন রোজা রাখার পর সুষম খাবার খেতে পারছে না। তারা আরও বলেন, অধিকাংশ কারখানায় এখনও শ্রমিকদের ডিউটির পরও কাজ করতে বাধ্য করা হচ্ছে। তাই আগামী ২৫ রমজানের পূর্বেই সকল বকেয়াসহ বেতন ও ঈদের বোনাস পরিশোধ করতে হবে। এসময় তারা সাত দফা দাবি জানান।

সংগঠনের সভাপতি আহমেদ সুজনের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে আরও বক্তৃতা করেন সাধারণ সম্পাদক মাহবুব আলম মানিক, সহসভাপতি খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক সৌরভ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ