Search
Close this search box.

মেসি না খেলায় টিকিটের টাকা ফেরত পাচ্ছেন দর্শকরা

ঘরের মাঠে প্রীতি ম্যাচ, যেখানে খেলবেন লিওনেল মেসি। এমন খবর শুনে গত মাসে অনেক আকাঙ্ক্ষা নিয়ে মেসির খেলা দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন হংকংয়ের সমর্থকরা। কিন্তু ইন্টার মায়ামির বিপক্ষে হংকং একাদশের মধ্যকার আয়োজিত সেই ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি মেসি।

এমন বিষয় মেনে নিতে পারেননি সমর্থকরা। সবাই ক্ষুব্ধ হয়ে ওঠেন। পুরো স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ থাকলেও মেসিকে মাঠে দেখতে না পেয়ে ইন্টার মায়ামি মালিক ডেভিড বেকহ্যাম ও কোচ জেরাডো মার্টিনোকে দুয়োধ্বনি দেন স্বাগতিক ভক্তরা।

এ নিয়ে হংকং সরকারও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আয়োজকদের এ ব্যাপারে জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দেয় স্থানীয় সরকার। শেষ পর্যন্ত আয়োজকদের পক্ষ থেকে বিক্রিত টিকিটের অর্ধেক মূল্য ফেরতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

হংকং একাদশের বিপক্ষে ইন্টার মায়ামির প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে আটবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসির খেলা দেখতে সমর্থকরা ৮৮০ হংকং ডলার থেকে শুরু করে আরো উচ্চ মূল্যের টিকেটও ক্রয় করেছিল। কিন্তু ইনজুরির কারণে পুরো ম্যাচে তাকে বেঞ্চে দেখা গেছে।

পরবর্তীতে মেসির এই অনুপস্থিতিতে অনেকে রাজনৈতিক ইস্যু হিসেবেও দেখেছে। আয়োজক টালটার এশিয়া জানিয়েছে, যারা এই ম্যাচের জন্য অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে টিকিট ক্রয় করেছে তাদেরকে ৫০ শতাংশ অর্থ ফেরত দেয়া হবে।

এক্ষেত্রে টিকেট সংক্রান্ত আয়োজকদের সব শর্ত মেনে নিতে হবে। এই ঘটনায় চাপের মধ্যে থাকা টালটার ম্যাচটি আয়োজনের জন্য হংকং সরকারের কাছে ১৬ মিলিয়ন হংকং ডলার অনুদানের যে আবেদন করেছিল তা প্রত্যাহার করে নিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ