Search
Close this search box.

সিরাজদিখানে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন

আরিফ হোসেন হারিছ,সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে মঙ্গলবার ৩ ডিসেম্বর সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপির চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ এ স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

এসময় তিনি বলেন, ৩ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ইউনিয়নটির ৯টি ওয়ার্ডে সকাল সাড়ে ৮ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত নারী এবং দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পুরুষদের মাঝে বিতরণ করা হবে।

প্রসঙ্গত, স্মার্টকার্ড প্রচলনের ফলে এখন থেকে জালিয়াতির অবসান ঘটবে, কারণ এতে থাকছে ২৫ ধরনের নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মেশিন রিডেবল নতুন এই স্মার্টকার্ডে একটি ক্ষুদ্র চিপসে একজন নাগরিকের ৩২টি মৌলিক তথ্য আছে। বর্তমানে পাসপোর্ট, ব্যাংকিং, ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্স, শেয়ার ব্যবসাসহ ২৫টি সেবা গ্রহণের সুবিধা থাকছে। ভবিষ্যতে এই সংখ্যা আরো বাড়বে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

সর্বশেষঃ