সিলেট প্রতিনিধি: বন্যা পরিস্থিতির কারণে সিলেটে বিভিন্ন বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। চলমান বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ১০ থেকে ১২ হাজার গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। যার ফলে, এই অঞ্চলের বিদ্যুৎ বিভাগের সকল কর্মকর্তা, কর্মচারীর ছুটি বাতিল করেছে বিদ্যুৎ বিভাগ।
বৃহস্পতিবার ২০ জুন বিদ্যুৎ বিভাগের প্রকাশিক প্রাথমিক তথ্য অনুযায়ী, সিলেটের বন্যায় প্রায় এক কোটি ৬৭ লাখ ৫৩ হাজার টাকার ক্ষতি হয়েছে।
বিদ্যুৎ বিভাগ বলছে, বন্যার কারণে বিতরণ অঞ্চল, বাবিউবো, সিলেট অঞ্চলের সকল কর্মকর্তা/ কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। পল্লী বিদ্যুতের কর্মকর্তা/ কর্মচারীরা যার যার অবস্থান থেকে বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখার কাজে নিয়োজিত রয়েছে। যেকোন পরিস্থিতি মোকাবেলা করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হচ্ছে।
এছাড়াও বিতরণ জোনের আওতাধীন সকল এলাকাই কম-বেশি বন্যা কবলিত হওয়ায় বন্যার পানি কমার পর প্রকৃত ক্ষয়ক্ষতির সঠিক তথ্য নিরূপণ করা সম্ভব হবে বলেও জানানো হয়।
বিদ্যুৎ বিভাগ সার্বিকভাবে সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সদা সতর্ক রয়েছে। কোথাও ছেড়া বৈদ্যুতিক তার দেখলে নিকটস্থ বিদ্যুৎ অফিসে অবহিত করার জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।