স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমানের এই বিজয় রক্ষার দায়িত্ব তরুণদের, তারুণ্যের শক্তির মাত্রা আন্দাজ করা যায় না। শনিবার (১০ আগস্ট) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন ড. মুহাম্মদ ইউনূস।
এসময় তিনি বলেন, আবু সাঈদ হলো মহাকাব্যের চরিত্র। ভবিষ্যতে তাকে নিয়ে বহু কাহিনী ও মহাকাব্য রচনা হবে।
মতবিনিয়কালে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানের অব্যবস্থাপনা, শিক্ষার্থীদের দুর্ভোগসহ দেশের বিভন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় তারা রংপুর মেডিকেল কলেজসহ দেশের সকল মেডিকেল বিভাগের অভাবনীয় দূর্ণীতির বিষয়েও কথা বলেন।
এর আগে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আবু সাঈদের পরিবারের সাথে দেখা করেন। তখন তিনি বলেন, আমরা সবাই আবু সাঈদ। আবু সাঈদের মা সবার মা। এটা আবু সাঈদের বাংলাদেশ। এই বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই।
শনিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে হেলিকপ্টারে ড. মুহাম্মদ ইউনূস রংপুরের পীরগঞ্জে যান। সেখানে আবু সাঈদের কবর জিয়ারত এবং বিশেষ মোনাজাতের পর তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।