Search
Close this search box.

পিলখানা হত্যাযজ্ঞ ইস্যু / আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই: সোহেল তাজ

স্টাফ রিপোর্টার: পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে পুনঃতদন্ত হলে তার অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরতে চান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্টাট্যাসে এমন মন্তব্য করেন তিনি।

স্টাট্যাসে সোহেল তাজ লিখেছেন, সত্য বলার সময় এসেছে। সত্যই হচ্ছে সবচেয়ে বড় শক্তি। একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার আত্মসম্মান আর মর্যাদা এবং সত্যই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার আর ঢাল।

তিনি আরও লিখেছেন, ‘আপনারা যারা জেনে না জেনে বা বুঝে না বুঝে কোনো প্রমাণ ছাড়াই আমাকে নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপপ্রচার করছেন; তাদের উদ্দেশ্যে বলবো- এই কাজটা ঠিক না। আমিও বাংলাদেশের সব বিবেকবান মানুষের মতো হতভম্ব হয়েছিলাম, স্তম্ভিত হয়েছিলাম। আমিও মানসিকভাবে মর্মাহত হয়েছিলাম। আমিও সত্য জানতে চাই এবং সুষ্ঠু তদন্ত চাই। ভবিষ্যতে পুনঃতদন্ত হলে আমার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণগুলো বলতে চাই।’

তিনি আরও লিখেন, ‘আর যারা আতঙ্কে বা ভয়ে আছেন যে আমি কি আবার রাজনীতিতে আসছি কিনা তাদের উদ্দেশ্যে বলবো “ডোন্ট ওরি” এই নোংরা পচা রাজনীতির ভাগ নিতে আসবো না; আপনারাই যথেষ্ট।’

সংবাদটি শেয়ার করুন

সর্বশেষঃ